বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ২৫০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত পদের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিকে বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের পদের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে তাকে সে মর্মে বি.এম.ডি.সি. কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant's Copy) এর সাথে জমা দিতে হবে। একইভাবে ভিন্ন নামের কোন ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
যদি কোন প্রার্থী এম.বি.বি.এস. অথবা সমমান, বি.ডি.এস অথবা সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন এবং তার ঐ পরীক্ষার ফলাফল ৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র দাখিলের (অনলাইন রেজিস্ট্রেশনের) শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলেও তিনি অবর্তীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার এম.বি.বি.এস./সমমান, বি.ডি.এস/সমমানের সকল লিখিত পরীক্ষা ৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৫.০৬.২০২৫ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং তিনি উক্ত লিখিত পরীক্ষায় পাশ করে ডিগ্রি অর্জন করবেন। তবে, শর্ত থাকে যে উক্ত লিখিত পরীক্ষাসমূহের কোনটিতে ফেল করাসহ অন্য কোন কারণে ডিগ্রি অর্জিত না হলে তার প্রার্থীতা বাতিল গণ্য হবে।
অনলাইনে আবেদন গ্রহণ ১ জুন সকাল ১০.০০ টা থেকে শুরু হয়ে চলবে ২৫ জুন সন্ধ্যা ০৬.০০ পর্যন্ত। প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করলে প্রক্রিয়ায়ণের যে কোন স্তরে তা প্রমাণ হলে তার সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে।
আবেদনকারীর বয়স ০১.০৫.২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ০২.৫.২০০৪; সর্বোচ্চ ০২.৫.১৯৯৩ পর্যন্ত) হতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৪৮তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type)-২০২৫ সালের জুলাই/২০২৫ মাসের ২য় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষার (MCQ Type) জন্য সময় থাকবে ২ ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে।
লিখিত পরীক্ষা (MCQ Type) এর পাশ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে; এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে। যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় (MCQ) Type) উত্তীর্ণ হবেন এবং লিখিত পরীক্ষা (MCQ) Type) এর পর যাদের BPSC Form-। সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত পাওয়া যাবে শুধু তারাই ৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ (একশত) এবং পাস নম্বর ৫০ (পঞ্চাশ)।
লিখিত পরীক্ষা (MCQ Type) এর বিষয়ভিত্তিক সিলেবাস ইতোমধ্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd দেওয়া হয়েছে এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এও পাওয়া যাবে। প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তাদের লিখিত পরীক্ষা (MCQ Type) এর সিলেবাস ডাউনলোড করতে পারবেন।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd