ছবি: সংগৃহীত
সরকার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য ‘বিশেষ সুবিধা’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সুবিধা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। আজ সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের উপসচিব মোসাঃ শরীফুন্নেসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতনস্কেল অনুযায়ী গ্রেড-৯ কিংবা তার ঊর্ধ্ব গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। অন্যদিকে, গ্রেড-১০ কিংবা তার নিচের গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ১,৫০০ টাকা, বিশেষ সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অর্থ বিভাগের আগের আদেশ (স্মারক: ০৭.০০.০০০০.১৬১.৯৯.০১০.২৩-১৩৩, তারিখ: ১৮ জুলাই ২০২৩) বাতিল করা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd