ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ: পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ: পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা

ছবি: সংগৃহীত

Publish : 07:38 PM, 25 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হওয়া এ বছরের পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

সুষ্ঠু, শৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দেশের সকল শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. সময়মতো কেন্দ্রে উপস্থিতি:
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। বিশেষ করে প্রথম দিন সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।

২. ওএমআর শিটে সঠিক তথ্য পূরণ:
রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে লিখে এবং নির্দিষ্ট ঘরে বলপয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে।

৩. উত্তরপত্র ভাঁজ করা যাবে না:
উত্তরপত্র বা ওএমআর শিট ভাঁজ করা যাবে না। এতে বাতিল হওয়ার ঝুঁকি থাকে।

৪. নির্ধারিত ক্যালকুলেটর ব্যবহার:
শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। অনুমোদিত মডেলের মধ্যে রয়েছে Casio fx-991EX, fx-991CW, fx-82MS ইত্যাদি।

৫. বিরতি ছাড়াই পরীক্ষা:
বহুনির্বাচনি (MCQ) ও সৃজনশীল/রচনামূলক পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে কেন্দ্রে আসতে হবে।

৬. মোবাইল ফোন নিষিদ্ধ:
পরীক্ষার সময় মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ ফোনসহ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৭. পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে:
MCQ, সৃজনশীল (তত্ত্বীয়) এবং ব্যবহারিক প্রতিটি অংশেই আলাদাভাবে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

৮. নির্ধারিত বিষয়ে পরীক্ষা:
শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

৯. কেন্দ্র স্থানান্তর:
এ বছর নিজ কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষার্থীদের ভিন্ন কোনো প্রতিষ্ঠানে কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রে যাওয়ার আগেই সঠিক অবস্থান জেনে নিতে হবে।

১০. উপস্থিতিপত্রে স্বাক্ষর বাধ্যতামূলক:
প্রত্যেক বিষয়ে উপস্থিতির স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর না করলে পরীক্ষার্থী অনুপস্থিত হিসেবে বিবেচিত হতে পারে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd