ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, প্রায় এক যুগ পর গত ৩১ মে ২০২৫ তারিখে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মোট ৫,৬০,৫৯৫ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৪,৬০,৭০৬ জন শিক্ষার্থী, যা মোট অংশগ্রহণকারীর ৮২.২১ শতাংশ। এর মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছেন। বাকী ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন ৫০ শতাংশের নিচে নম্বর পেয়ে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২,৬৫,৩৬৪ জন। তাদের আগামী ২৮ জুন ২০২৫ থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও app.nu.edu.bd এ পাওয়া যাবে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd