ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

আগামীকাল উদযাপিত হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আগামীকাল উদযাপিত হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

Publish : 06:51 PM, 29 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল ১ জুলাই ২০২৫, মঙ্গলবার ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’। এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটির বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

কর্মসূচি অনুযায়ী, সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। এরপর সকাল ৯:৪৫টায় উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাই অংশ নেবেন।

সকাল ১০:০০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সম্মুখস্থ পায়রা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং কেক কাটা হবে। সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। এছাড়াও, বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ সংগীত পরিবেশনা থাকবে।

পরে সকাল ১০:৩০টায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিপাদ্যভিত্তিক আলোচনা সভা। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সভায় সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী

আলোচনায় অংশ নেবেন সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রাধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই। সভার শুরুতেই প্রকাশিত হবে দিবস উপলক্ষে বিশেষ স্মরণিকা।

এ উপলক্ষে উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও টিএসসি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে ১ জুলাই সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

 

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd