ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

সংস্কারে সময় লাগবে,

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ৩০ বৎসর পিছিয়ে দেয়া হয়েছে- উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ৩০ বৎসর পিছিয়ে দেয়া হয়েছে- উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। ছবি: সংগৃহীত

Publish : 11:33 AM, 30 May 2025.
নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১.০০টায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কর্তৃক আয়োজিত "নবীন বরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫"-এ প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ "বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ৩০ বৎসর পিছিয়ে দেয়া হয়েছে, সংস্কারে সময় লাগবে।"-এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, "পিছিয়ে দেয়া শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে যে সংস্কার প্রয়োজন, তা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়।" তিনি আরও বলেন, "সিলেবাস সংস্কারের পাশাপাশি প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে আগামী দিনগুলোতে পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হবে। গুণগত শিক্ষার মান উন্নয়নে অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চয়নসহ সকল ধরণের শিক্ষা সহায়ক কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।"

শিক্ষকদের দলাদলি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং ইনকোর্স নিয়ে তামাশা বন্ধ করতেও শিক্ষকদের আহ্বান জানান উপাচার্য। উপাচার্য বলেন, "ফলাফলে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে সামনের পরীক্ষাগুলোতেই ডাবল এক্সামিনার ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।" শহীদ আবু সাঈদ এবং শহীদ মীর মুগ্ধের নামে কয়েক কোটি টাকার বৃত্তি প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এইচ এম অলিউল্লাহ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd