জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল বুধবার (০৪ জুন ২০২৫) সন্ধ্যা ৬টায় প্রকাশিত হয়েছে। সারা দেশের ১৮০টি কলেজের মোট ১ লক্ষ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪৪৯ জন উত্তীর্ণ হয়েছেন, যা পাসের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা সন্ধ্যা ৬টা তাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://recentresult.nu.ac.bd/ অথবা http://result.nu.ac.bd/ এর মাধ্যমে জানতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গিত বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd