ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

ইরানে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন

ইরানে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন

ছবি: সংগৃহীত

Publish : 01:02 PM, 14 June 2025.
আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন। দখলদার ইসরায়েলের হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তেহরানে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা শুক্রবার (১৩ জুন) একটি গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরানে ইসরায়েলের হামলার পর দূতাবাস বিভিন্ন জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।
একটি সূত্র জানায়, বাংলাদেশের দূতাবাসের তালিকায় ইরানে ৬৭২ জন বাংলাদেশি রয়েছেন। তবে তালিকার বাইরেও বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন দেশটিতে। সব মিলিয়ে এ সংখ্যা হতে পারে প্রায় ১৪ হাজার। যাদের মধ্যে বেশিরভাগই অনিয়মিত।
শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি ও খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশীদসহ ৭০ জনেরও বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পরমাণু বিজ্ঞানীও রয়েছেন।

জবাবে ইসরায়েলেও পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd