মালয়েশিয়ায় বাংলাদেশী আটক
মালয়েশিয়ায় অবৈধ ই-বর্জ্য কারখানায় অভিযান পরিচালনা করে ২৭ বাংলাদেশিসহ ৩৯ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির সেলাঙ্গরের পুলাউ ইন্দাহতে ইলেকট্রনিক বর্জ্য কারখানা থেকে তাদের আটক করা হয়।
রবিবার (২২ জুন) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, অভিযানে মালয়েশিয়ান ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা ও কর্মীদের একটি দল জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) সহযোগিতায় অংশ নিয়েছিল।
তার মতে, দুই সপ্তাহ ধরে পরিচালিত জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
মোট ৪২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৩৯ জন অবৈধ অভিবাসী এবং তিনজন স্থানীয় নাগরিক।
ইমিগ্রেশন বিভাগ মোট ৩৯ জন বিদেশিকে আটক করেছে, যার মধ্যে চারজন পুরুষ এবং ১২ জন নারী, চীনা নাগরিক এবং ২৭ জন বাংলাদেশি পুরুষ নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৪৯ বছর।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd