ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

ড. জিয়াউদ্দীন হায়দারের

তরুণদের আশা-আকাঙ্ক্ষা বুঝেই রাজনীতি করার আহ্বান

তরুণদের আশা-আকাঙ্ক্ষা বুঝেই রাজনীতি করার আহ্বান

ড. জিয়াউদ্দিন হায়দার

Publish : 05:04 PM, 23 May 2025.
এস এম জাহিদুর রহমান,ওয়াশিংটন ডিস :

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় ড. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা জানিয়েছে। গত সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে।

ড. জিয়াউদ্দিন হায়দারের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় উপস্থিত সুধীজনেরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত করেন। তিনি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ৩১ দফার ওপর একটি জ্ঞানগর্ভ ও প্রাঞ্জল আলোচনা উপস্থাপন করেন।
তিনি বলেন, "বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় আপনারা সকলে আমার এই আনন্দ ভাগ করে নিতে একত্রিত হয়েছেন। আপনাদের এই অপরিসীম ভালোবাসায় আমি সত্যিই ধন্য ও কৃতজ্ঞ।"

ড. হায়দার তাঁর বক্তব্যে স্বৈরাচারী শাসকদের সমালোচনা করে বলেন, "এমন পাপিষ্ঠ হওয়ায় স্বৈরাচারী শাসক পালিয়ে যায়। তারা সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সুতরাং, আমাদের নতুন ধরনের রাজনীতি শুরু করতে হবে।"
তিনি জোর দিয়ে বলেন, নতুন প্রজন্মকে শুধু আশ্বাস দেখানো রাজনীতি নয়, বরং ভবিষ্যৎমুখী ও জ্ঞানভিত্তিক মূল্যায়নে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন সেক্টরে অর্জন নিশ্চিত করতে হবে। তাঁর এই বক্তব্য উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কমিউনিটি বিশিষ্টজনেরা ড. হায়দারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক পথচলায় সাফল্য কামনা করেন। এই সংবর্ধনা প্রবাসীদের কাছে ড. হায়দারের গ্রহণযোগ্যতা ও সম্মানের প্রতিফলন ঘটায়। সকলে আশাবাদী যে, তাঁর এই নতুন ভূমিকা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।
এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু ড. জিয়াউদ্দিন হায়দারের ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিএনপির রাজনৈতিক আদর্শ ও লক্ষ্যের প্রতি অটুট সমর্থন এবং ঐক্যের প্রকাশ। এই আয়োজন প্রবাসীদের জাতীয়তাবাদী চেতনা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে, যা তাদের উৎসাহ ও উদ্দীপনাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd