ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

৬ বিসিএসের সময়সূচি প্রকাশ করল বিপিএসসি

৬ বিসিএসের সময়সূচি প্রকাশ করল বিপিএসসি

ছবি: সংগৃহীত

Publish : 03:05 PM, 14 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) আজ (১৪ জুন) ওয়েবসাইটে কমিশন কর্তৃক গৃহীত মাইলফলক পদক্ষেপসমূহ ঘোষণা করেছে। পিএসসির গৃহীত পদক্ষেপে একসঙ্গে ৬টি বিসিএসের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে প্রিলিমিনারি, লিখিত ও চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে।

কমিশনের ঘোষণা অনুযায়ী, ৪৯তম বিসিএস এর বিজ্ঞপ্তি ০১ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা হবে এবং  আবেদন প্রক্রিয়া ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ৩০ জুন ২০২৫ তারিখে প্রকাশ করা হবে। ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল ১৯ জুন ২০২৫ তারিখে এবং চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা ২৪ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে এবং এর ফলাফল ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হবে। ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, যার ফলাফল ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করা হবে। এরপর ২৭ নভেম্বর ২০২৫ তারিখে এই বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৪৮তম বিসিএস (বিশেষ)-কে, যার চূড়ান্ত সুপারিশ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে, ৪৮তম বিসিএস (বিশেষ) এর MCQ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে, যার ফলাফল ২১ জুলাই ২০২৫ তারিখে প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২৭ মে ২০২৫ খ্রিস্টাব্দে বিশেষ বিসিএস-এর গেজেট প্রকাশিত হওয়ার পরপরই ২৯ মে ২০২৫ খ্রিস্টাব্দে ৪৮তম বিসিএস (বিশেষ) এর বিজ্ঞপ্তি জারি করা হয়, যা কমিশনের দ্রুত পদক্ষেপের ইঙ্গিত দেয়।

নিয়মিত বিসিএস-এর ক্ষেত্রে, বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের দুই মাস পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওভারল্যাপিং প্রার্থীদের (যারা একসাথে একাধিক নিয়মিত বিসিএস-এর প্রার্থী) প্রস্তুতির সুবিধার কথা বিবেচনা করে মৌখিক পরীক্ষার সময়সূচি এমনভাবে করা হবে যাতে কোনো প্রার্থীর মৌখিক পরীক্ষা এবং তার পূর্ববর্তী বা পরবর্তী বাছাই বা লিখিত পরীক্ষার মধ্যে কমপক্ষে ১ মাসের ব্যবধান থাকে। উদাহরণস্বরূপ, ৪৭তম বিসিএস প্রার্থীদের ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময় এমনভাবে নির্ধারণ করা হবে যেন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে কমপক্ষে ১ মাস ব্যবধান থাকে। অর্থাৎ, ১৯ সেপ্টেম্বর যাদের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাদের ৪৫তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা ১৯ আগস্ট ২০২৫ এর আগে সম্পন্ন হবে।

কমিশন জানিয়েছে যে, উল্লিখিত পরীক্ষার তারিখসমূহ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে তারা এই সময়সূচী বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। ডিসেম্বর ২০২৫ এর পরবর্তী মাইলফলকসমূহ শীঘ্রই প্রকাশ করা হবে এবং কমিশন ভবিষ্যতের মাইলফলকসমূহ নিয়মিত বিরতিতে অংশীজনদের অবগতির জন্য প্রকাশ করতে থাকবে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd