ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সকল ইউনিটের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। উক্ত তালিকা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম এবং ভর্তি নিশ্চিতকরণের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৩ জুন ২০২৫ তারিখ থেকে এবং চলবে ২৪ জুন ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি সম্পন্ন না হলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে ভর্তি সম্পন্ন করার পর শিক্ষার্থীকে ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্ধারিত কাগজপত্রসহ সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডিন-এর অনুমোদন নিয়ে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে। এ কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৫ জুন ২০২৫, বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
ভর্তিকৃত শিক্ষার্থীকে নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে: অনলাইনে ডাউনলোডকৃত ভর্তি ফরম, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র (যদি থাকে) এবং নম্বরপত্রের বিভাগ কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সংগৃহীত মেডিক্যাল সার্টিফিকেট, সরকার অনুমোদিত হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার/ল্যাব/ক্লিনিক থেকে ডোপ টেস্ট রিপোর্ট (অপিয়ড, অ্যামফিটামিন, বেনজোডায়াজিপিন, ক্যানাবিনয়েডস ও অ্যালকোহল), শিক্ষার্থীর পূরণকৃত অনলাইন পছন্দক্রম ফরম (Choice Form) এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিল বলে বিবেচিত হবে এবং উক্ত আসন অপেক্ষমাণ তালিকা থেকে পূরণ করা হবে। প্রার্থী যদি ভর্তির সময় অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে, সে ক্ষেত্রে সেই ভর্তির প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd