ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯তম সিন্ডিকেট সভায় ১ জন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়। সভাটি অনুষ্ঠিত হয়েছে ২১ জুন ২০২৫, শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোঃ ইকবাল রুমী শাহ্।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: মোঃ হারুন অর রশিদ, সরকার মোহাম্মদ এরশাদ, মাহাবুবা খানম, নাদিরা বেগম, মোঃ মামুনুর রশিদ, সুব্রত সাহা, মনজু সরকার, মোঃ শাহাজামাল, মোঃ ওয়াজিয়ার রহমান, মোঃ রাফিজ আলী খান (উপ-রেজিস্ট্রার); মোঃ আব্দুর রাকিব, মোঃ সুলতান উদ্দিন, মোঃ আসাদুজ্জামান খান, সাকিল আহম্মেদ (উপ-পরিচালক); জাহানারা বেগম, আফরোজ আহমেদ বর্ণা, মাহফুজা খাতুন (সহকারী রেজিস্ট্রার); এ কে এম সেলিম রেজা (সহকারী পরিচালক) এবং মানিক চক্রবর্তী (সেকশন অফিসার)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৫ বছর চাকরিপূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে অবসর প্রদানের বিধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিধান ২০২৪ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত হয় এবং পরে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হয়। এই বিধির ভিত্তিতেই এবারের অবসর প্রদান সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হয়েছে।
সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম তালুকদার, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd