ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

দাবি আদায়ে অনড় জগন্নাথের শিক্ষার্থীরা

দাবি আদায়ে অনড় জগন্নাথের শিক্ষার্থীরা

Publish : 04:15 PM, 14 May 2025.
নিজস্ব প্রতিবেদক :

তিন দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়েছেন।

পুলিশের বাধায় একদফা ছত্রভঙ্গ হওয়ার কিছু সময় পর আবার তারা সেখানে জড়ো হয়েছেন। রোদ-বৃষ্টি তোয়াক্কা না করে রাতেও আন্দোলনে অনড় রয়েছেন তারা। সড়কে অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা। আন্দোলনে তাদের সঙ্গে শিক্ষকরাও রয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকরা কাকরাইল মসজিদ মোড় ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

তিন দফা দাবি নিয়ে এদিন দুপুরে ক্যাম্পাস থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ও দপ্তর যমুনা অভিমুখে ‘লং মার্চ’ শুরু করে। বিক্ষোভ মিছিলটি শাঁখারি বাজার, রায়সাহেব বাজার, তাঁতি বাজার, বংশাল মোড় হয়ে গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে এলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ওই ব্যারিকেড ভেঙে গুলিস্তান জিরো পয়েন্টে এলে আবারও পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেও তাদের ঠেকাতে পারেনি পুলিশ। এরপর একে একে সচিবালয়, শিক্ষা ভবন, হাই কোর্ট, মৎস্য ভবনের মোড়ের বাধা উপেক্ষা করে কাকরাইল মসজিদের সামনে আসেন তারা।

মিছিলটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে এলে সেখানে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহতের খবর পাওয়া যায়। তাদের মধ্যে আহত অন্তত পঁচিশজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাকরাইল মসজিদে আশ্রয় নেন। এর কিছু সময় পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা শুরু করে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd