বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়। ছবি: সংগৃহীত
৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতিতে) অনুষ্ঠিত হবে ২০০ নম্বরের, আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
এ প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেছুর রহমান স্বাক্ষরিত “বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধনপূর্বক” একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে।
প্রতিটি এমসিকিউ প্রশ্নের মান নির্ধারণ করা হয়েছে ১ নম্বর, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কর্তন হবে। লিখিত পরীক্ষার পাশ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হলেও মৌখিক পরীক্ষার ন্যূনতম পাশ নম্বর হবে ৫০ (পঞ্চাশ) ।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd